Shortqna24
ব্লগ কখনো নিজের মতামত বা নিজের লেখা প্রকাশ করে না। এই ব্লগের সমস্ত পোষ্ট বা রিসোর্স
যা শেয়ার করা হয় তা অনলাইনে বিদ্যমান যা থেকে পরিবর্তন এবং পরিমার্জন করে এই ব্লগে
শেয়ার করা হয়। এবং অফলাইনে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে শেয়ার করা হয়। তাই আমাদের প্রিয়
ভিউয়ারস এর জন্য shortqna24 এর কিছু কথা।
📌 এই ব্লগের সমস্ত পোষ্ট এবং রিসোর্স বিভিন্ন বই এবং অনলাইন থেকে
নেওয়া।
📌 এই ব্লগের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের শিক্ষার ক্ষেত্রে
সামান্য সাহায্য করা। আর এর ধারাবাহিকতায় কেউ যদি আমাদের ব্লগে প্রকাশিত কোন নোটস সংগ্রহ
করে এবং অসৎ উদ্দেশ্য ব্যবহার করে কারো ক্ষতি সাধন করেন। আর তা সম্পূর্ণ ব্যাক্তিগত।
আর এর জন্য এই ব্লগের মালিক দায়ি নন।
📌 এই ব্লগের সমস্ত নোটস এবং রিসোর্স ১০০% সঠিক নয়। তবে আমরা সর্বদা
চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সুন্দর এবং সঠিক রিসোর্স প্রদান করতে। আর সাথে সাথে আপনাদের
সহযোগিতা কমনা করছি।
📌 ভুল হওয়া স্বাভাবিক, তাই আপনাদের চোখে যদি কোন ভুল দৃষ্টিগোচর
হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমরা তা আনন্দের সাথে গ্রহন করবো
📌 কোন নোটস পরিক্ষায় ১০০ নাম্বার এনে দিবে না, অবশ্যই তার জন্য
চেষ্টা করতে হবে। আর আমরা এসব থেকে মুক্ত।
📌 আমাদের সকল নোটস এবং রিসোর্স সময়ের সাথে সাথে হালনাগাদ করার চেষ্টা করি। তবে তা অতি সামান্য।