মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল- ব্যাখ্যা কর।

দেখাও যে, মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল।
মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল- ব্যাখ্যা কর।

মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল।
আমরা জানি,
মোলরিটি, S = 1000w/MV
কোনো বস্তুর মোলার ঘনমাত্রা তার আণবিক ভর (M)আয়তনের (V) ব্যাস্তানুপাতিক এবং তার ওজনের (w) সমানুপাতিক।


কোনো বস্তুকে তাপ দিলে তার আয়তন বাড়ে। আয়তন বাড়লে বস্তুর ঘনমাত্রা হ্রাস পায়। ঘনমাত্রা হ্রাস পেলে মোলারিটি কমে যায়। সুতরাং তাপ বাড়লে মোলার ঘনমাত্রা কমে।
অর্থাৎ, মোলার ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল

إرسال تعليق