রাসায়নিক বন্ধন কাকে বলে?

রাসায়নিক বন্ধন কাকে বলে?
রাসায়নিক বন্ধন কি?

অণুতে পরমাণু সমূহ একে অপরের সাথে আকর্ষণ বল দ্বারা যে বন্ধন গঠন করে, তাকে রাসায়নিক বন্ধন বলে।

or,

যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে,  তাকে রাসায়নিক বন্ধন বলে।
যেমন: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন।


Extra info:

ধাতু ও অধাতুর মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়।
পরস্পর দুটি অধাতুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। 

Post a Comment