আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় ZnS যুক্ত পর্দা ব্যবহার করা হয় কেন?

রাদাফোর্ড তার পরমাণু মডেল পরীক্ষায় আলফা কণা () ও পর্দায় ZnS (জিংক সালফাইড) এর প্রলেপ ব্যবহার করেছেন কেন?

বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা (∝) কণা বিচ্ছুরণ পরীক্ষায় ZnS (জিংক সালফাইড) যুক্ত পর্দা ব্যবহার করা হয় কেন?



 ZnS (জিংক সালফাইড) হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ (Phosphorescent substance)।  অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ বিভিন্ন শক্তির photon শোষণ করে পরে তা দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করে। এবং আলফা () কণা উচ্চ গতিসম্পন্ন দ্বি-ধনাত্মক চার্জযুক্ত হয়ে থাকে। ফলে ZnS যুক্ত পর্দায় আলফা কণা আঘাত করলে এটি জ্বলজ্বল করে উঠে এবং আলোক দ্যুতি সৃষ্টি  হয়। এই আলোক দ্যুতি আলফা রশ্মির গতিপথ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয় বলে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। তাই রাদারফোর্ড তার পরমাণু মডেল  পরীক্ষায় আলফা কণাপর্দায় ZnS  ব্যবহার করেছেন। 

إرسال تعليق