বিশ্বের ছোট-বড় সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহৃত হয় তাকে Unicode বলে।
এটি ২ বাইট বা 16 বিটের একটি কোড, যা 2^16 টি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। Unicode থেকে অন্যান্য স্টান্ডার্ড কোডে পরিণত করা যায়। বিভিন্ন ধরনের ক্যারেক্টার ও টেক্সট ব্যবহার করা যায় এই কোডের মাধ্যমে। অনেক দেশের ভাষা এই কোডের মাধ্যমে সহজতর করা সম্ভব। তাই Unicode এর গুরুত্ব অপরিসীম।