নিউক্লিয়াসের চতুর্দিকে যে অঞ্চলে ইলেকট্রন গুলো সর্বধা ঘূর্ণায়মান তাকে অরবিট বা কক্ষপথ বা শক্তিস্তর বলে।
একে n দ্বারা প্রকাশ করা হয়।
অরবিটে / কক্ষপথে / শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2n^2
n=1 হলে K-শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2×1^2 = 2
n=2 হলে L-শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2×2^2 = 8
n=3 হলে M-শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2×3^2 = 18
n=4 হলে N-শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা : 2×4^2 = 32