মোলারিটি কাকে বলে?

 নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার (1L) বা 1000 mL  দ্রবণে কোনো পদার্থের যত মোল দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, সেই ঘনমাত্রাকে ঐ দ্রবের মোলারিটি বলে। 

একে S দ্বারা প্রকাশ করা হয়। 

অর্থাৎ, মোলারিটি S = 1000w/MV

এখানে,
  S = মোলার ঘনমাত্রা
w = বস্তুর ভর
M = আণবিক ভর
V = আয়তন

Post a Comment