রাদারফোর্ড পরমাণু মডেলের সার্থকতা যাচাই কর।
রাদারফোর্ড পরমাণু মডেলের সার্থকতা গুলো নিম্নে উল্লেখ করা হলো-
- আলফা (∝) রশ্মি পরীক্ষার উপর ভিত্তি করে রাদারফোর্ড পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসের অস্তিত্ব এবং পরমাণুর ভরের অবস্থান সম্পর্কে একটি সঠিক ধারণা প্রদান করতে সক্ষম হন।
- প্রথমবারের মতো পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্পর্কে ধারণা দেয়া হয় এই মডেলে।
- পরমাণুর চার্জ নিরপেক্ষতা এবং এর কারণ সম্পর্কে ও একটি স্বচ্ছ ধারণা এই মতবাদে পাওয়া যায়।