"পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত পুরো স্থান ফাঁকা" - ব্যাখ্যা কর।
বিজ্ঞানী রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় দেখা যায়- পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা বলে বেশির ভাগ আলফা কণা এইসব স্থানের মধ্য দিয়ে অবাধ গতিতে সোজাসুজি সরলরেখায় চলে যায়। কিন্তু দু-একটি আলফা কণা পরমাণুর কেন্দ্র অর্থাৎ, নিউক্লিয়াসের সাথে ধাক্কা খেয়ে আবার সেই পথে ফিরে আসে।
এটি দ্বারা প্রমাণিত হয় যে- পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াস ব্যতীত পুরো স্থান ফাঁকা থাকে।