আলফা (∝) কণার উৎস কী?
আলফা (∝) কণার বৈশিষ্ট্য লিখ।
আলফা কণার উৎস হলো- দ্বি- ধনাত্মক হিলিয়াম পরমাণু।
আলফা (∝) কণার বৈশিষ্ট্য গুলো নিম্নে উল্লেখ করা হলো-
- যৌগিক কণা বা কম্পোজিট কণার শ্রেণিভুক্ত এই আলফা কণার প্রচন্ড গতি।
- আলফা কণার গতি 1.0 × 10^7 m/s (মিটার/সেকেন্ড) হতে 2.5 × 10^7 m/s (মিটার/সেকেন্ড) পর্যন্ত হয়ে থাকে।
- আলফা কণাতে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকে।
- আলফা কণার ভর সংখ্যা 4.
(আলফা কণাতে দুটি প্রোটন ও দুটি নিউট্রন থাকায় এই কণার ভর সংখ্যা 4 হয়।)