আলফা (∝) কণা কী?

 আলফা (∝) কণা কী?


হিলিয়াম পরমাণু হতে দুটি ইলেকট্রন বের করে  নিলে যে দ্বি-ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অবশিষ্ট থাকে, তাকে আলফা (∝) কণা বলে।

অথবা,

দ্বি-ধনাত্মক হিলিয়ামকে আলফা (∝) কণা বলে।


      4   2+          _
  H ⇨    H + 2e
2      2
    (++)
     ∝-কণা


Extra info:

রেডিয়াম (Ra), ইউরেনিয়াম (U) ইত্যাদি তেজস্ক্রিয়  মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা  কণা বিকরিত হয়

উদাহরণ-


235  231 4    2+
  U  ⇨   Th  +     H   ( ∝-
কণা)  
  92       90 2

Post a Comment