বরফ পানিতে ভাসার কারণ - বরফের ভেতরে <b> হাইড্রজেন বন্ধন (H-bond)</b> এর কারণে ফাঁপা<b></b> জায়গা তৈরি হয়। ফলে বরফের দ্বারা অপসারিত পানির তুলনায় বরফের ওজন হালকা হয়ে যায়। তাই <b> বরফ পানিতে ভাসে</b> ।