Phrase কি?

What is a phrase?


Phrase হলো দুই বা ততোধিক শব্দগুচ্ছ যা মাত্র একটি  part of speech এর মতো বাক্যে ব্যবহৃত হয়। 
যেমন:
Milk is good for health. (দুধ স্বাস্থ্যের জন্য ভালো।)

বাক্যটিতে Milk হলো  subject. এটি একটি মাত্র শব্দ এবং এটি একটি মাত্র subject হিসেবে বাক্যে ব্যবহৃত হয়েছে। 
কিন্তু এই বাক্যটিতে Milk এর জায়গায় Drinking some milk regularly বসালে এই সবগুলো word ই একত্রে ঐ বাক্যের subject হিসেবে কাজ করবে।
যেমন:
Drinking some milk regularly is good for health.
(নিয়মিত কিছু দুধ পান করা স্বাস্থ্যের পক্ষে ভালো।)

এক্ষেত্রে এই শব্দগুচ্ছকে বলা হবে phrase. তাহলে বলা যায়-
A phrase is a group of words which is used as a single part of speech in a sentence.
(Phrase হলো কতকগুলো শব্দের সমষ্টি যা কোনো বাক্যে একটি মাত্র part of speech  এর মতো ব্যবহৃত হয়।)

Post a Comment