ডেটা (Data) বা উপাত্ত কী?

ডেটা একটি একক ধারণা অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম এককই হচ্ছে ডেটা, যা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়। 

Datum শব্দের বহুবচন হলো ডেটা (Data), যার অর্থ ফ্যাক্ট (Fact)।


কোনো ধারণা  (Idea),  বস্তু (Object), শর্ত (Condition), অবস্থা (Situation)  ইত্যাদির ফ্যাক্ট (Fact), চিত্র (Figure) বা বর্ণনা (Description) ডেটার অন্তর্ভুক্ত।  প্রতিটি কার্যকলাপ ডেটার জন্ম দেয়। কোনো ঘটনায় বহু ডেটা জড়িত থাকে। 

ডেটা এক বা একাধিক বর্ণ, চিহ্ন বা সংখ্যা বিশিষ্ট হতে পারে



Post a Comment