যোগাযোগ প্রযুক্তি (Communication Technology)

কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে  কিংবা এক ডিভাইস হতে অন্য  ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি (Communication Technology) বলে।

টেলিফোন, মোবাইল,  ইন্টারনেট ইত্যাদি এই প্রযুক্তির উদাহরণ। 


অর্থাৎ  কমিউনিকেশন বা যোগাযোগ  এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একস্থান (উৎস) থেকে অন্যস্থানে (গন্তব্য) নির্ভরযোগ্যভাবে ডেটা বা উপাত্ত আদান-প্রদান করা সম্ভব।



ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা-


প্রধানত তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা  নির্ভর করে। যথা-

  1. ডেলিভারি (Delivery): সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হয়।
  2. অ্যাকিউরেসি (Accuracy): সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হয়।
  3. টাইমলাইনস (Timeliness): সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময়ে ডেটা ডেলিভারি করতে হয়।  

Post a Comment