তথ্য প্রযুক্তি কি?

তথ্য প্রযুক্তি ইংরেজি পরিভাষায় যাকে বলে Information Technology


'তথ্য' শব্দটির ইংরেজি পরিভাষা হলো- 'Information'। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল 'Informatio' থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল 'Informare',  যার অর্থ- কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো,  শেখানো, আদান-প্রদান ইত্যাদি।


এক কথায় আমরা বলতে পারি- ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়।



ইনফরমেশন সিস্টেম কী?

 তথ্য প্রযুক্তির সাহায্যে ডেটাকে প্রক্রিয়াকরণ করে ইনফরমেশন তৈরি করা হয়। ডেটা প্রক্রিয়াকরণের এই সিস্টেমকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। 

ইনফরমেশন সিস্টেম ইনপুট হিসেবে ডেটা গ্রহণ করে এবং ডেটাকে প্রসেস করে আউটপুট হিসেবে ইনফরমেশন উৎপন্ন করে।

Post a Comment