প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রকৌশলের সম্বন্ধে অর্জিত একটি ব্যবহারিক জ্ঞান।
প্রযুক্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো- Technology। গ্রিক শব্দ Techne (যার অর্থ হলো- আর্ট বা শিল্প, কারু কিংবা হাতের দক্ষতা) এবং Logia (যার অর্থ হলো- শব্দ) এই দুয়ের সমন্বয়ে টেকনোলজি শব্দটি গঠিত।
বর্তমান যুগকে বলা হয় তথ্য প্রযুক্তির যুগ। এই যুগের পুরোটা বিকাশ জুড়ে আছে প্রযুক্তির অবদান।