বার্ষিক পরীক্ষা প্রস্তুতির কথা জানিয়ে তোমার বাবার কাছে একটি চিঠি লেখ।
কচুয়া, চাঁদপুর
১৫/১১/০০০০ইং
প্রিয় বাবা,
আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গতকাল তোমার চিঠি
পেয়েছি। চিঠিতে আমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছো। এখন আমি এই
সম্পর্কে লিখছি। আমার পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে চলছে। ইতিমধ্যে প্রায় সব বিষয়ের
পড়া শেষ করেছি। এখন পুনঃপাঠ চলছে।
আজ আর নয়। নিজের প্রতি যত্ন নিও।
ইতি
তোমার প্রিয় সন্তান
হাবীব