Article কাকে বলে এবং কত প্রকার

Article (পদাশ্রিত নির্দেশক) কী?

Article অর্থ পদাশ্রিত নির্দেশক। Noun বা pronoun-এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে Article ব্যবহার করা হয়।

নিচের Sentence-গুলো লক্ষ কর:

I have a pen. (আমার একটি কলম আছে।)

This is an egg. (এটি একটি ডিম।)

The man is honest (লোকটি সং।)


উপরের ১ম বাক্যটিতে a pen দিয়ে অনির্দিষ্ট করে একটি কলম বোঝানো হয়েছে। ২য় বাক্যটিতে an egg দিয়ে অনির্দিষ্ট করে একটি ডিম বোঝানো হয়েছে। ৩য় বাক্যটিতে the man দিয়ে নির্দিষ্ট করে একজন লোককে বোঝানো হয়েছে।

উপরের বাক্য গুলোতে অনির্দিষ্ট করে বোঝাতে a, an এবং নির্দিষ্ট করে বোঝাতে the ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো Article. A, An এবং The-এগুলো মূলত adjective, কারণ এগুলো noun বা pronoun-কে modify (বিশেষিত) করে।

 

Article কাকে বলে?

যা দিয়ে noun বা pronoun-এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, তাকে Article বলে। ইংরেজি গ্রামার-A, An এবং The-কে Article হিসেবে ধরা হয়।

 

Article কয় প্রকার ও কী কী?

Article দুই প্রকার। যথা:

  • Indefinite Article (অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)
  • Definite Article (নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক)

 

Indefinite Article কাকে বলে?

যা দিয়ে noun বা pronoun-এর অনির্দিষ্টতা বোঝায়, তাকে Indefinite Article বলে।

ইংরেজি গ্রামার-A এবং An-কে Indefinite Article হিসেবে ধরা হয়। কারণ, a এবং an কোনো singular noun বা pronoun-কে (ব্যক্তি, বস্তু, প্রাণী। অনির্দিষ্ট করে বোঝায়। যেসব noun গণনা করা যায় সেগুলোর পূর্বে a বা an বসে।

 

Definite Article কাকে বলে?

যা দিয়ে noun বা pronoun-এর নির্দিষ্টতা বোঝায়, তাকে Definite Article বলে।

ইংরেজি গ্রামার-The-কে Definite Article হিসেবে ধরা হয়। কারণ, the এক বা একাধিক noun বা pronoun কে (ব্যক্তি, বস্তু, প্রাণী। নির্দিষ্ট করে বোঝায়।

About the author

Ahshan Habib
Hello! I am Ahshan Habib. I am a MERN Stack web developer. Blogging is my hobby and I would like to share my knowledge with everyone. Here I will share every day about education, technology, and Programming. So stay with us and share my page on your…

Post a Comment