Person কাকে বলে এবং কত প্রকার?

Person (পুরুষ) কী?

Sentence-subject-ই হলো Person. Subject যখন নিজের সম্পর্কে, দ্বিতীয় কোনো ব্যক্তির সম্পর্কে এবং তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলে সেক্ষেত্রে Subject-নিজে, দ্বিতীয় ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তি বা বস্তুই হলো Person.

নিচের Sentence-গুলো লক্ষ কর।

I am a doctor. (আমি একজন ডাক্তার।)

You are happy, (তুমি সুখী।)

She is a girl. (সে একটি বালিকা।)


উপরের, ১ম Sentence-টিতে I দিয়ে বক্তা নিজের সম্পর্কে কিছু বলছে, তাই I হলো একটি person. ২য় Sentence-টিতে You দিয়ে বক্তা অন্য একজন শ্রোতাকে বোঝায়, তাই You হলো একটি person. ৩য় Sentence-টিতে She দিয়ে বক্তা ও শ্রোতা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝায়, তাই She হলো একটি person.

 

Person (পুরুষ) কাকে বলে?

Sentence-এর মধ্যে যে noun বা pronoun, subject হিসেবে কাজ করে, তাকে Person বলে।

 

Person কয় প্রকার ও কী কী?

Person তিন প্রকার। যথা:

First Person (উত্তম পুরুষ)

Second Person (মধ্যম পুরুষ)

Third Person (নাম পুরুষ)

 

First Person (উত্তম পুরুষ)


First Person (উত্তম পুরুষ) কাকে বলে?

Sentence-এ বক্তা নিজের সম্পর্কে কিছু বলার জন্য যে pronoun ব্যবহার করে, তাকে First Person বলে। যেমন:

I go to market. (আমি বাজারে যাই।)

We play football. (আমরা ফুটবল খেলি।)

Please help me. (দয়া করে আমাকে সাহায্য করুন।)


Note: Sentence-এ ব্যবহৃত first person-গুলো হচ্ছে I, we, me, my, mine, our, ours, us ইত্যাদি।

 

Second Person (মধ্যম পুরুষ)


Second Person (মধ্যম পুরুষ) কাকে বলে?

Sentence-এ বক্তা কোনো ব্যক্তিকে সম্বোধন করার জন্য যে pronoun ব্যবহার করে, তাকে Second Person বলে। যেমন:

You are a good student. (তুমি একজন ভালো ছাত্র।)

Your brother is very clever. (তোমার ভাই খুব চালাক।)


Note: Sentence – এ ব্যবহৃত second person গুলো হচ্ছে You, your, yours, thou.

 

Third Person (নাম পুরুষ)


Third Person (নাম পুরুষ) কাকে বলে?

Sentence – এ বক্তা তৃতীয় কোনো ব্যাক্তি বা বস্তু সম্পর্কে বলতে গিয়ে তার জন্য যে noun বা pronoun ব্যবহার করে, তাকে Third Person বলে। যেমন:

Maha is a beautiful girl. (মাহা একটি সুন্দরী বালিকা।)

She is nurse. (তিনি একজন সেবিকা।)


Note: Sentence – এ ব্যবহৃত Third person গুলো হচ্ছে He, his, her, him, she, it, they, their, Habib, Sakib, Maha ইত্যাদি।

About the author

Ahshan Habib
Hello! I am Ahshan Habib. I am a MERN Stack web developer. Blogging is my hobby and I would like to share my knowledge with everyone. Here I will share every day about education, technology, and Programming. So stay with us and share my page on your…

Post a Comment