Virtual DOM কি?


Virtual DOM একটি Real DOM এর Lightweight copy, যা সাধারণত ভার্চুয়াললি তৈরি হওয়া একটি DOMযেখানে Real DOM এর মতো সকল প্রপাটিসের এক্সেস রয়েছে কিন্তু Virtual DOM সরাসরি Document এর Layout পরিবর্তন করতে পারে না। যখন ইউজার ইন্টারফেসে (UI) কোনো পরিবর্তন হয়, এই পরিবর্তন সরাসারি Real DOM না হয়ে Virtual DOM এর মধ্যে হয়ে থাকে। Virtual DOM এ নতুন আসা পরিবর্তনকে Real DOM এর সাথে তুলনা করে এবং এর মাঝে কোনো পার্থক্য আছে কিনা তা যাচাই-বাচাই করে। যদি প্রার্থক্য খুঁজে পায় তাহলে DOM এ নতুন আসা পরিবর্তিত অংশটুকু আপডেট করে এবং বাকি অংশ বা Element এর Node গুলো অপরিবর্তিত থাকে। আর এই পরিবর্তন বা আপডেট প্রক্রিয়াকে Reconciliation (রিকনসিলিয়েশন) বলে।

About the author

Ahshan Habib
Hello! I am Ahshan Habib. I am a MERN Stack web developer. Blogging is my hobby and I would like to share my knowledge with everyone. Here I will share every day about education, technology, and Programming. So stay with us and share my page on your…

Post a Comment