Gender (লিঙ্গ) কী?
যে noun বা pronoun
পুরুষ, স্ত্রী অথবা উভয় কিংবা
অচেতন কোনো পদার্থকে বোঝায়, তাই Gender.
প্রথমে নিচের উদাহরণগুলো দেখি -
- Habib is a boy. (হাবীব একটি বালক।)
- Maha is a girl. (মাহা একটি বালিকা।)
- This is a baby. (এই (হয়) একটি শিশু।)
- I read a book. (আমি একটি বই পড়ি।)
উপরের বাক্যগুলোতে boy দিয়ে একজন বালক (পুরুষ), girl দিয়ে একজন বালিকা (স্ত্রীলোক), baby দিয়ে স্ত্রী-পুরুষ উভয়বাচক একটি শিশুকে এবং book দিয়ে একটি অচেতন পদার্থকে বুঝাচ্ছে। সুতরাং এগুলো Gender.
Gender কয় প্রকার ও কী কী?
Gender চার প্রকার। যথা:
- Masculine Gender (পুংলিঙ্গ)
- Common Gender (উভলিঙ্গ)
- Feminine Gender (স্ত্রীলিঙ্গ)
- Neuter Gender (ক্লীবলিঙ্গ)
Masculine Gender (পুংলিঙ্গ) কাকে বলে?
যে noun দিয়ে পুরুষ জাতি বোঝায়, তাকে Masculine Gender বলে। যেমন: Man, boy, son, father ইত্যাদি।
Feminine Gender (স্ত্রীলিঙ্গ) কাকে বলে?
যে noun স্বীজাতি বোঝায়, তাকে Feminine Gender বলে। যেমন: Girl, daughter, mother, woman ইত্যাদি।
Common Gender (উভলিঙ্গ) কাকে বলে?
যে noun স্ত্রী-পুরুষ উভয়কে বোঝায়, তাকে Common Gender বলে। যেমন: Child, baby, poet, teacher, friend ইত্যাদি।
Neuter Gender (ক্লীবলিঙ্গ) কাকে বলে?
যে noun বা pronoun
স্ত্রী বা পুরুষ কোনোটাই না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে Neuter Gender বলে। যেমন: Box, pen, water, watch, mobile ইত্যাদি।