বিট রিভার্সিং হলো একটি সংখ্যা কে বাইনারি (Binary) তে পরিবর্তন করা। সহজভাবে বলতে গেলে, এটি যে কোনো একটি সংখ্যার বাইনারি ডাটাকে বাম থেকে
ডান বা ডান থেকে বাম দিকে উল্টে দেয়। এই কৌশলগুলো সাধারণত বিটমাস্কিং (Bitmasking), ডেটা এনকোডিং (Data Encoding), এবং ডিজিটাল প্রসেসিং (Digital Processing)-এ ব্যবহৃত
হয়। উদাহরণস্বরূপ, ধরা যাক আমাদের কাছে একটি সংখ্যা ৫ রয়েছে এবং এর বাইনারি রূপ হলো 101। যদি এই সংখ্যার বিট রিভার্স করা হয় তাহলে 101
=> 101 হয় (উল্টানোর ফলে সংখ্যাটি অপরিবর্তিত
রয়েছে)।