Case (কারক) কী?
Sentence-এ ব্যবহৃত verb-এর সাথে সেই sentence-এর অন্যানা noun বা pronoun-এর যে সম্পর্ক থাকে, তাই Case (কারক)।
নিচের Sentence দুটি লক্ষ কর:
Maha reads. (মাহা পড়ে।)
I write a letter. (আমি একটি চিঠি লিখি।)
উদাহরণ বিশ্লেষণ, প্রথম sentence-টিতে 'Maha' noun-টির সাথে 'read' verb-টির এক প্রকার
সম্পর্ক স্থাপিত হয়েছে। দ্বিতীয় sentence-টিতে 'letter'-এর সাথে 'write' verb-টির অন্য প্রকারের
সম্পর্ক স্থাপিত হয়েছে। এরূপ সম্পর্কই Case.
Case (কারক) কাকে বলে?
Sentence-এ ব্যবহৃত verb-এর সাথে সেই sentence-এর অন্যান্য noun বা pronoun-এর যে সম্পর্ক থাকে, তাকে Case বলে।
Case কয় প্রকার ও কী কী?
Case প্রধানত চার প্রকার। যথা:
(a) Nominative Case (কর্তৃকারক)
(c) Possessive Case (সম্বন্ধবাচক কারক)
(b) Objective Case (কর্মকারক)
(d) Vocative Case (সম্বোধনবাচক কারক)
Nominative Case (কর্তৃকারক) কাকে বলে?
Sentence-এ কোনো noun বা pronoun যখন verb-এর কাজ সম্পন্ন করে, তখন সেই noun বা pronoun কে Nominative
Case বলে।
Objective Case (কর্মকারক) কাকে বলে?
Sentence-এ যখন noun বা pronoun কোনো transitive verb বা preposition-এর object রূপে ব্যবহৃত হয়, তখন তাকে Objective Case বলে।
Possessive Case (সম্বন্ধবাচক কারক) কাকে বলে?
Sentence-এ যখন noun বা pronoun কোনো ব্যক্তি বা বস্তুর সাথে অধিকার বা ঘনিষ্ঠতার সম্পর্ক স্থাপন করা বোঝায়, তখন তাকে Possessive Case বলে।
Vocative Case (সম্বোধনবাচক কারক) কাকে বলে?
Sentence-এ যখন noun কে সম্বোধন করে কোনো কিছু বলা হয়, তখন তাকে Vocative Case বলে।