Alphabet অর্থ বর্ণমালা।
গ্রিক বর্ণমালার প্রথম বর্ণ Alpha (আলফা) এবং দ্বিতীয় বর্ণ Beta (বিটা) থেকে
ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে Alphabet. ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬
টি Letter আছে। এগুলোই হচ্ছে Alphabet.
Alphabet (বর্ণমালা) কাকে বলে?
ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬ টি Letter আছে। এই Letter গুলোকে একত্রে Alphabet বলে।
Alphabet এর প্রকারভেদঃ
Alphabet 2 প্রকার। যথাঃ Vowel (স্বরবর্ণ) & Consonant
(ব্যঞ্জণবর্ণ)